Site icon Jamuna Television

স্কুল-কলেজ বন্ধ নাকি খোলা, সিদ্ধান্ত দু’দিন পর

প্রতীকী ছবি।

সারাদেশে আজ থেকে আবারও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর। তবে পরবর্তী দুই দিন আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করেই স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাঁপা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বলেন, আগামীতে দাবদাহ আরও বাড়তে পারে, এমন পূর্বাভাস রয়েছে। আবার অনেক স্কুলেই অনলাইন ক্লাসের সুযোগ নেই।

তাই আবহাওয়াসহ সকল বিষয় বিবেচনা করেই শিক্ষা-প্রতিষ্ঠান খোলা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও পরামর্শ নেয়া হবে বলে জানান শামসুন্নাহার চাঁপা।

উল্লেখ্য, গত শনিবার তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহের জন্য বাড়ানো হয়। এ ছাড়া তীব্র গরমের কারণে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ ছাড়া জবি সব ধরনের পরীক্ষা চলতি সপ্তাহের জন্য স্থগিত করে।

/এমএইচ

Exit mobile version