Site icon Jamuna Television

ঘুষ-দুর্নীতি সরকারি দায়িত্ব পালনের সঙ্গে সম্পৃক্ত নয়: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদক আইনে ঘুষ-দুর্নীতির সরকারি দায়িত্ব পালনের সঙ্গে সম্পৃক্ত নয়, যারা এমন কাজ করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমাদের কোনো বাধা নেই। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সরকারি কর্মচারীদের গ্রেফতারের আগে সরকার তথা ওই কর্মচারীর নিয়োগ কর্তৃপক্ষের অনুমতি লাগবে- এমন বিধান রেখে ‘সরকারি চাকরি বিল-২০১৮’ বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে। এ আইন প্রসঙ্গে দুদুক চেয়ারম্যান বলেন, যারা ঘুষ-দুর্নীতিতে জড়িত, এই আইন পাশে তাদের খুশি হওয়ারও কোনো কারণ নেই। মামলাসহ দুদকের অন্যান্য দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও ইকবাল মাহমুদ জানিয়েছেন।

Exit mobile version