Site icon Jamuna Television

আবারও এক জিম্মির ভিডিও প্রকাশ করলো হামাস

আবারও এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। গোল্ডবার্গ-পলিন নামের এক মার্কিন-ইসরায়েলি যুবককে দেখা যায় ভিডিওতে।

কবজির পর থেকে হাতের বাকি অংশ নেই ২৩ বছর বয়সী পলিনের। ভিডিওতে তিনি খুব স্পষ্ট হিব্রু ভাষায় কথা বলছেন, কিন্তু তাকে আগের চেয়ে বেশ চিকন দেখা গেছে।

হোয়াইট হাউজের একটি সূত্র জানিয়েছে, তারা ভিডিওটির বিষয়ে অবগত আছে এবং সার্বক্ষণিক পলিনের পরিবারের সাথে যোগাযোগ রাখছে। ধারণা করা হচ্ছে, হামাসের হাতে এখনও গাজায় প্রায় ১৩০ জন ইসরায়েলি বন্দি অবস্থায় আছে।

৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন অভিযান চালায় হামাস। এক পানশালায় হামলা চালিয়ে পলিন ও তার কয়েকজন বন্ধুকে আটক করে হামাস। সেসময়ই বোমায় উড়ে যায় তার হাত। এরপর থেকে জিম্মি হিসেবে আছেন গাজায়। তবে ভিডিওটি কবে ধারণ করা কিংবা আদৌ পলিন জীবিত আছে কিনা এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এটিএম/

Exit mobile version