Site icon Jamuna Television

শেরপুরে ধানক্ষেত খাচ্ছিলো বন্য হাতি, তাড়াতে গিয়ে পৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু

ফাইল ছবি

স্টাফ করেসপন্ডেন্ট, শেরপুর:

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে হাতের পায়ে পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে নিজের ধানক্ষেতে হাতি তাড়ানোর সময় পৃষ্ট হয়ে ‍নিহত হন ওই ব্যক্তি।

নিহত ওই ব্যক্তির নাম উমর আলী (৫৫)। তিনি পেশায় রাজমিস্ত্রি। তার বাড়ি নালিতাবাড়ী পোড়াগাও ইউনিয়নের বাতকুচি টিলাপাড়া গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত উমর আলীর বাড়ির পাশে ধান লাগিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে তার বোরো ধানক্ষেতে একদল বন্য হাতি হানা দেয়। ওমর আলী ধানক্ষেত বাঁচাতে হাতি তাড়াতে যান। এসময় হাতির পাল তাকে ধরে ফেলে পায়ে পিষ্ট করে ঘটনাস্থলেই মেরে ফেলে। পরে স্থানীয়রা তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই নালিতাবাড়ী সীমান্ত এলাকায় একদল বন্য হাতি প্রায়ই সীমান্ত লাগোয়া কৃষি জমিতে হামলা করছে। আর কৃষক তার শেষ সম্বল এই ধান বাঁচাতে নানা কৌশল অবলম্বন করেও বন্য হাতির হাত থেকে ফসল রক্ষা করতে পারছে না।

/এনকে

Exit mobile version