Site icon Jamuna Television

পরপর দুবার লাফিয়ে উঠলো বিমান, দুর্ঘটনা থেকে রক্ষা!

রানওয়েতে অবতরণের সময় পরপর দুবার লাফিয়ে উঠলো বিমান। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন আরোহীরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হয়েছে এ ঘটনা। জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এবিসি সেভেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) লাক্স বিমানবন্দরে অবতরণ করছিলো লুফথানসা এয়ারলাইনসের বোয়িং সেভেন-ফোর-সেভেন বিমান। পরপর দুবার ব্যর্থ হয় সেটি। রানওয়েতে ধাক্কা খেয়ে আবার উঠে যায় উপরে। তৃতীয়বারের চেষ্টায় অবশেষে অবতরণ করে নিরাপদে।

ইউটিউবে ‘এয়ারপ্লেন ভিডিওস’ এর লাইভ স্ট্রিমিংয়ে ধরা পড়ে রোমহর্ষক দৃশ্যটি। ঘটনাটিকে ‘টাচ এন্ড গো’ আখ্যা দিয়েছেন ভিউয়াররা। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি লুফথানসা এয়ার লাইন্স।

/এএম

Exit mobile version