Site icon Jamuna Television

বড় জয়ে শিরোপার আরও কাছে সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে ফিল ফোডেনের জোড়া গোলে ব্রাইটনকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে ব্যবধান ১ পয়েন্টে কমিয়ে এনেছে সিটিজেনরা। অর্থাৎ দুদলই যদি বাকি ম্যাচগুলোতে জয় পায়, শিরোপা যাবে গার্দিওলার ঘরে।

স্বাগতিকদের মাঠে প্রথমার্ধেই তিন গোলের লিড নিয়ে ব্রাইটনকে চেপে ধরে ম্যানচেস্টার সিটি। যার শুরুটা করেছিলেন কেভিন ডি ব্রুইনা। ১৭ মিনিটে কাইল ওয়াকারের ক্রসে ডাইভিং হেডে বল জালে জড়িয়ে সিটিজেনদের এগিয়ে দেন এই বেলজিয়ান তারকা। এরপর খেলার ২৬ ও ৩৪ মিনিটে ফিল ফোডেনের জোড়া গোলে ৩-০তে লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে অতিথিরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে পেপ গার্দিওলার শিষ্যরা। ৬২ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজ। বাকি সময়ে আরও কিছু সুযোগ পেলেও তা থেকে গোল আদায়ে ব্যর্থ হয় সফরকারিরা। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

এই জয়ে ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে রয়েছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টে এগিয়ে শীর্ষে অবস্থান গানারদের। সমান ম্যাচ খেলে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে অবস্থান করছে লিভারপুল।

/এএম

Exit mobile version