Site icon Jamuna Television

‘পলাতক’ ঘোড়ার ধাক্কায় ৪ জন আহত

শহরের রাস্তায় বেপরোয়া গতিতে ছুটছে পলাতক ঘোড়ার দল। সেগুলোর ধাক্কায় আহতও হন কমপক্ষে ৪ পথচারী। বুধবার (২৪ এপ্রিল) ব্রিটেনের রাজধানী লন্ডনে দেখা যায় এমন ঘটনা। খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি।

ব্রিটিশ রাজপরিবারের প্রাণীবহরের অংশ ঘোড়াগুলো। নিরাপত্তা রক্ষাসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এগুলোকে। সকালে হাইড পার্ক ব্যারাক থেকে নিয়মিত ব্যায়ামের জন্য বের করা হলে ছুটে পালায় ঘোড়ার দল।

দৌড়াতে শুরু করে লন্ডনের রাস্তায়। এতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ডাবল ডেকার বাস, ট্যাক্সি সহ বিভিন্ন যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয় ঘোড়ার দলের। একটি ঘোড়ার শরীরে রক্ত দেখা যায়। পথচারীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। কিছু সময় পরই ছুটতে থাকা ঘোড়াদের ধরে ফেলে কর্তৃপক্ষ। ব্রিটিশ সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ক্যাম্পে ফিরিয়ে নেয়া হয়েছে ঘোড়াগুলোকে।

/এএম

Exit mobile version