Site icon Jamuna Television

নাইজেরিয়ায় কারাগারের দেয়ালে ধস, পালালো ১১৯ কয়েদি

নাইজেরিয়ায় ভারী বৃষ্টিতে ধসে পড়েছে কারাগারের দেয়াল। সেই সুযোগে পালিয়েছে শতাধিক কারবন্দি।

দেশটির রাজধানী আবুজার প্বার্শবর্তী এলাকা সুলেজাতে ঘটে এই ঘটনা। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগেরদিন টানা কয়েক ঘণ্টার মুষলধারে বৃষ্টি হওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কারাগারের প্রাচীর ও কয়েকটি ভবন। এই সুযোগেই পালিয়েছে অন্তত ১১৯ কয়েদি।

কতৃপক্ষ জানিয়েছে, এরইমধ্যে পালিয়ে যাওয়া কয়েদিদের আটক করতে চালানো হচ্ছে অভিযান। এখন পর্যন্ত মাত্র ১০ জনকে আটক করা হয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে কারাবন্দির সংখ্যা অনেক বেশি হওয়ায় নাইজেরিয়ায় প্রায়ই ঘটে জেল পালানোর ঘটনা।

এটিএম/

Exit mobile version