Site icon Jamuna Television

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর মুগদার মদিনাবাগ এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় মাহিন আহমেদ (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ময়লার গাড়িটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম, মাহিন। সে মতিঝিল আইডিয়ালের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছিল।

দুর্ঘটনার পর মাহিনকে প্রথমে মুগদা হাসপাতাল নেয়া হয়। অবস্থার অবনতি হলে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এটিএম/

Exit mobile version