Site icon Jamuna Television

নোয়াখালীতে বিমানবন্দর স্থাপনের দাবিতে মানববন্ধন

ছবি- প্রতীকী

নোয়াখালীতে বিমানবন্দরের দাবি জানিয়েছে নোয়াখালী ইয়ুথ ফোরাম। শুক্রবার (২৬ এপ্রিল) প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, প্রবাসী অধ্যুষিত বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষের কথা চিন্তা করে সেখানে বিমানবন্দর এখন সময়ের দাবি। নোয়াখালী সদর উপজেলায় পরিত্যক্ত এয়ার স্ট্রিপকে পূর্নাঙ্গ বিমানবন্দরে রূপান্তরের আশ্বাস দেয়া হচ্ছে দীর্ঘকাল ধরে। তবে তার বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

বক্তারা বলেন, রানওয়ে, জমি অধিগ্রহণ করা থাকলেও কোনও কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে না। পরপর ৩ বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী সরেজমিন পরিদর্শন করলেও নোয়াখালী বিমানবন্দর প্রকল্পের অগ্রগতি হয়নি বলে জানান তারা।

দ্রুত সময়ে নোয়াখালীতে বিমানবন্দর তৈরি করে সাধারণ মানুষের যাতায়াত ও এলাকার উন্নয়নের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

/এনকে

Exit mobile version