Site icon Jamuna Television

নওয়াজের জামাতা ক্যাপ্টেন সফদার গ্রেফতার

দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা ক্যাপ্টেন মোহাম্মদ সফদার। সোমবার ভোরে লন্ডন থেকে ফেরার পর বিমানবন্দরের বাইরে তাকে গ্রেফতার করে পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা ব্যুরো- এনএবি।

এসময় তার সাথে স্ত্রী মরিয়ম নওয়াজ থাকলেও তাকে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দেয় এনএবি কর্মকর্তারা। আজই বিশেষ আদালতে তোলা পর্যন্ত জবাবদিহিতা ব্যুরোর হেফাজতেই থাকবেন ক্যাপ্টেন সফদার।

দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগে নওয়াজের বিরূদ্ধে আনা ৩টি মামলার বিচার গত মাসে শুরু হয়। যাতে হাজিরা দিয়েছিলেন নওয়াজ শরিফ। গত মাসেই নওয়াজের দুই ছেলে ও জামাতার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

অন্যদিকে কন্যা মরিয়মের বিরূদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় তাদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।  গত আগস্টে দুর্নীতি মামলা অভিযুক্ত হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ ছাড়েন নওয়াজ শরিফ।

Exit mobile version