Site icon Jamuna Television

পটুয়াখালীতে ৫০ মণ নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীর মহিপুরে একটি মাছ ধরার ট্রলার থেকে ৫০ মণ নিষিদ্ধ শাপলা পাতা মাছ, ১ মণ ওজনের হাঙ্গর ও সাড়ে ৭ মণ পিতম্বর মাছ জব্দ করেছে কোষ্টগার্ড। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত গভীর রাতে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের কাছে শিববাড়িয়া নদী সংলগ্ন একটি বরফ কলের সামনে থেকে ট্রলারটি প্রথমে জব্দ করা হয়।

পরে নিষিদ্ধ মাছ উদ্ধারের পর বন বিভাগের উপস্থিতিতে রাতেই মাছগুলো মাটিচাপা দেয়া হয়। এসময় জেলেরা আর শাপলাপাতা মাছ আর ধরবে না মর্মে মুচলেকা নিয়ে ট্রলারটি ছেড়ে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন। জানান, অভিযানে এমভি মা জননি-৫ নামের একটি কাঠের বোট আটক করা হয়। আটককৃত বোট থেকে ২ হাজার কেজি শাপলা পাতা মাছ, ৩ শ’ কেজি পীতাম্বরী ও ৪০ কেজি হাঙর মাছ জব্দ জরা হয়। জব্দকৃত অবৈধ মাছের বাজার মূল্য আটান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা বলেও জানান তিনি ।

/এএস

Exit mobile version