Site icon Jamuna Television

তীব্র গরমে সিলেটে স্বস্তির বৃষ্টি

সারাদেশে চলছে তীব্র দাবদাহ। সিলেটে প্রায় এক ঘণ্টার বৃষ্টিতে শীতল হয়েছে পরিবেশ। শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১১টা থেকে শুরু হয় এই বৃষ্টিপাত। বৃষ্টির সাথে ছিলো ঝড়ো হাওয়া। এতে করে পুরো শহরে কমে গরমের অস্বস্তি ভাব। 

তীব্র গরমের মধ্যে বৃষ্টির ছোঁয়া পেতে অনেকেই সড়কে নেমে ভিজতে দেখা যায়। এর আগে রাত আটটার পর থেকে নগরে বইতে শুরু করে বাতাস। পরে রাত নামে ঝুম বৃষ্টি।

গরমে বৃষ্টি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, বৃষ্টির পর তারা স্বস্তি ফিরে পেয়েছেন। তীব্র গরমের পর বৃষ্টিতে ভিজে তারা খুব উপভোগ করছেন সময়টাকে।

/এএস

 

Exit mobile version