Site icon Jamuna Television

দৌঁড়ে কোনো রানই নেননি, নেই ছক্কাও, তবুও ৪০ রান করলেন পাকিস্তানি ব্যাটার

ব্যাটিংয়ে নেমে এক রানও সিঙ্গেল নেননি। নেই ডাবল কিংবা ট্রিপলও। নেই ছক্কাও। তবুও ৪০ রান করলেন পাকিস্তানি ব্যাটার। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে এমনই এক কীর্তি গড়েছেন ইয়র্কশায়ারের হয়ে খেলতে নামা পাকিস্তানি ব্যাটার শান মাসুদ। দলটির অধিনায়কও তিনি।

শুক্রবার (২৬ এপ্রিল) লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড মাঠে টস হেরে ডার্বিশায়ারের বিপক্ষে ব্যাটিংয়ে নামে ইয়র্কশায়ার। দলীয় ৪৬ রানে প্রথম উইকেটের পতন হলে ক্রিজে আসেন ইয়র্কশায়ার অধিনায়ক শান মাসুদ। ৪০ রান করে আউটও হন তিনি।

তবে তার ৪০ রানের ইনিংসে তার নেই কোনো সিঙ্গেল, ডাবল কিংবা ট্রিপল রান। ছক্কাও মারেননি একটিও। তবে ২৫ বল খেলে ১০টি চার মেরেছেন তিনি। সেই বাউন্ডারির রানেই ৪০ রান করতে সক্ষম হন মাসুদ।

উল্লেখ্য, দিনশেষে ৩ উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করেছে ইয়র্কশায়ার।

/এমএইচআর

Exit mobile version