Site icon Jamuna Television

লিভারপুলের নতুন কোচ হতে চলেছেন আর্নে স্লট

আর মাত্র চারটি ম্যাচ! এরপরই শেষ হবে ইয়ুর্গেন ক্লপের সঙ্গে লিভারপুলের যাত্রা। দীর্ঘ ৯ বছর দায়িত্ব পালন করে লিভারপুল ছাড়ছেন এই জার্মান মাস্টার। অন্যদিকে, নতুন কোচ কে হবেন, এই নিয়ে ভক্তদের মধ্যে চলছে আলোচনা, যুক্তি-তর্ক। তবে নতুন কোচের দায়িত্ব নিতে চলেছেন আর্নে স্লট। শনিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কিছুদিন আগেও আলোচনার বাইরে থাকা এই কোচের ক্লপের উত্তরসূরি হওয়া এখন মাত্র সময়ের ব্যাপার। এরইমধ্যে লিভারপুল ও ফেইনুর্দ নাকি ঐক্যমতেও পৌঁছেছে তার ব্যাপারে। তবে স্লটকে নিয়ে সন্দেহে রয়েছে লিভারপুল সমর্থকেরা। তাকে কোচ করে আনার সিদ্ধান্ত ভালো হবে কি না, তা নিয়েও রয়েছে প্রশ্ন। অবশ্য লিভারপুলের কোচ হওয়ার জন্য বেশ মরিয়া স্লট।

৪৫ বছর বয়সী স্লটের খেলোয়াড়ি ক্যারিয়ার অবশ্য খুব সমৃদ্ধ নয়। ১৮ বছরের ক্যারিয়ারে বড় কোনো ক্লাবে খেলা হয়নি এই আক্রমণাত্মক মিডফিল্ডারের। খেলেছেন মূলত দ্বিতীয় সারির লিগে।

/এআই

Exit mobile version