Site icon Jamuna Television

প্রতিদিন ৪ লাখ লিটার কৃত্রিম বৃষ্টির পানিতে ভিজবে ঢাকা উত্তর

তীব্র গরমে জনগণকে সাময়িক স্বস্তি দিতে রাজধানীতে কৃত্রিমভাবে বৃষ্টি ছিটাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পানি ছিটানোর এমন কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, হিট অফিসারের পরামর্শে ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টির পানি ছিটানো হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ধরনের ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টি ছিটানো হবে বলেও জানান তিনি।

আতিকুল ইসলাম জানান, পর্যায়ক্রমে রাজধানীর পার্কগুলোতেও এমন বৃষ্টি ছিটানো হবে। এছাড়া উত্তর সিটির ওয়ার্ডগুলোতে প্রতিদিন তিনটি করে বিশুদ্ধ পানি পান করার ভ্যান থাকবে। এ সময় প্রত্যেকটি শপিংমলের সামনে বিশুদ্ধ পানির ট্যাংক রাখার অনুরোধ করেন তিনি।

অবৈধভাবে জলাধার, লেক, খাল ও খেলার মাঠ যাতে কেউ দখল করতে না পারে, সকলকে সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান মেয়র। এদিকে ওয়াটার স্প্রের সময় আনন্দে আত্মহারা অবস্থায় দেখা যায় শিশু-কিশোরসহ সব বয়সীদের।

/এমএইচ

Exit mobile version