রাজধানীর বনানীর নেভি হেডকোয়ার্টারের সামনে যাত্রিবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুর্মিটোলা স্টেশনের দুটি ইউনিট প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, শেরপুর থেকে একটি যাত্রীবাহী বাস নেভি হেডকোয়ার্টারের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল ইউটার্ন নিতে গিয়ে বাসের নিচে পড়ে যায়। এতে ঘর্ষণে আগুন ধরে যায়। এছাড়া মোটরসাইকেলের অকটেন সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসে যাত্রী কিছুটা কম ছিল। সবাই নিরাপদে বের হতে পেরেছেন।
/আরএইচ

