Site icon Jamuna Television

মানসিক ভারস্যাম্যহীন শহিদুল হককে খুঁজছে তার পরিবার

মানসিক ভারস্যাম্যহীন শহিদুল হককে খুঁজছে তার পরিবার। তার বয়স ৫৫ বছর। শুক্রবার (২৬ এপ্রিল) ফুলবাড়িয়া মসজিদে জুমা’র নামাজ আদায়ের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি নারায়ণঞ্জের সোনারগাও উপজেলার আমিনপুর এলাকার টিপরদি গ্রামের নুরুল হকের ছেলে। নিখোঁজের সময় তার পরনে ছিল, সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি ও মাথায় টুপি ছিল। এসময় তিনি খালি পায়ে ছিলেন।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭৪৩৮৮৫৮৪০, ০১৫৭২৭৩১৯৫৬, ০১৮১৬১১১৯০০ নম্বরে যোগাযোগ করবেন।

এ বিষয়ে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

/এএস

Exit mobile version