Site icon Jamuna Television

আগামীকাল খুলছে জাতীয় বিশ্ববিদ্যালয়

তীব্র দাবদাহের কারণে বন্ধ থাকার পর আগামীকাল রোববার (২৮ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের ক্লাস শুরু হবে। শনিবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত ২০ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজ বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের ক্লাস বন্ধ থাকবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, আগামীকাল ২৮ এপ্রিল দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ও সে পথে হাটলো। তবে তীব্র গরমের কারণে সব প্রাক-প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

/আরএইচ

Exit mobile version