Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র-তুরস্কের পাল্টাপাল্টি পদক্ষেপ

নিরাপত্তার অজুহাতে পাল্টাপাল্টি দূতাবাস ও কনস্যুলার কর্মকর্তাদের ‘নন-ইমিগ্র্যান্ট ভিসা’ সেবা বন্ধ করলো যুক্তরাষ্ট্র ও তুরস্ক। রোববার দু’দেশের পক্ষ থেকে জানানো হয়, পারস্পরিক ‘সমঝোতার’ ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়েছে।

ওয়াশিংটনের তুর্কি দূতাবাস জানায়, ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা চাহিদা বিবেচনার পর আসবে পরবর্তী সিদ্ধান্ত। আরও বলা হয়, মূল্যায়ন প্রক্রিয়া চলাকালে দূতাবাসে প্রবেশ ও বর্হিগমনের ব্যাপারে থাকবে কড়াকড়ি। এসময় বিকল্প হিসেবে দেয়া হতে পারে ই-ভিসা ও বর্ডার ভিসা।

এর আগে, আঙ্কারার মার্কিন দূতাবাস থেকেও প্রায় একই রকম বিবৃতি দেয়া হয়। গত সপ্তাহে ইস্তাম্বুলের মার্কিন কনস্যুলেটের এক কর্মকর্তার সাথে তুরস্কের নির্বাসিত নেতা ফেতুল্লাহ গুলেনের যোগাযোগের প্রমাণ পায় বলে দাবি করে এরদোগান প্রশাসন। ঐ কর্মকর্তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতারও করা হয়েছে। এরপর থেকেই দু’দেশের মধ্যে চলছে চাপা উত্তেজনা।

Exit mobile version