Site icon Jamuna Television

ড. কামাল হোসেনের বক্তব্য ‘টোটাল রাবিশ’: অর্থমন্ত্রী

সিলেটের সমাবেশে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয়া প্রসঙ্গে ড. কামাল হোসেনের বক্তব্যকে ‘রাবিশ’ বলে আখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত। জাতীয় ঐক্যফ্রন্ট রাজনীতিতে প্রভাব ফেললেও, আগামী নির্বাচনে আওয়ামী লীগই জয়ী হবে বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে সিলেট সার্কিট হাউসের সামনে সুরমা নদীর তীরঘেঁষে রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ স্থানীয় কাউন্সিলররা।

উল্লেখ্য, সিলেটের সুরমা নদীর তীরঘেঁষে সার্কিট হাউসের সামনে থেকে কালিঘাট, মাছিমপুর, মেন্দিবাগ, নোয়াগাও হয়ে বোরহান উদ্দিন সড়ক পর্যন্ত রিটেইনিং ওয়াল এবং ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণ করা হচ্ছে।

Exit mobile version