Site icon Jamuna Television

নিখোঁজের দুইদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

গজারিয়া ও মেঘনা প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়ায় নিখোঁজের দুই দিন পর মেঘনা নদী থেকে এক যুবকের মরদহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বিল্লাল হোসেন (৩৫)। তার বাড়ি উপজেলার ইমামপুর ইউনিয়নের চর কালীপুরা এলাকায়।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, রবিবার (২৮ এপ্রিল) সকাল আটটার দিকে মেঘনা নদীর মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ইমামপুর ইউনিয়নের চর কালীপুরা এলাকায় ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। এর আগে নিখোঁজের ঘটনায় শনিবার বিকালে গজারিয়া থানায় জিডি করেন তার স্ত্রী খায়রুন নেসা লাকী।

নিহতের স্ত্রী জানায়, বিল্লাল হোসেন পেশায় একজন জেলে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় মাছ ধরার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় বিল্লাল। এরপর থেকে তার কোনো খবর ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে তারা। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এমএইচআর

Exit mobile version