Site icon Jamuna Television

দক্ষতা ছাড়া শুধু জ্ঞান অর্জন করলে আমরা পিছিয়ে পড়বো: শিক্ষামন্ত্রী

দক্ষতামূলক শিক্ষা এখন সবথেকে গুরুত্বপূর্ণ। দক্ষতা ছাড়া শুধু জ্ঞান অর্জন করলে বিদেশি বিনিয়োগ বা অর্থনীতিতে দেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রোববার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, এখন দক্ষতার যুগ। কারো চাকরি কেউ নিয়ে যেতে পারবে না। রাষ্ট্র, সরকার আর কর্মদাতারা এখন দক্ষতার দিকে জোর দিচ্ছে। তাই পেশাজীবী সব প্রতিষ্ঠানকে একসাথে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, শেখ হাসিনা সুনির্দিষ্ট বিষয়ের ওপর দক্ষতা অর্জন করেছেন। তাই তার শিক্ষা দর্শণের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমতাকরণে তিনি উল্লেখ করেন, নারী হোক বা পুরুষ, কাজের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। প্রতিষ্ঠানে বয়সের সীমাবদ্ধতা আমরা তুলে নিয়েছি। দক্ষ হলেই তাকে কাজের সুযোগ করে দিচ্ছে সরকার।

/এমএইচআর

Exit mobile version