Site icon Jamuna Television

২৩ নাবিক নিয়ে দেশের পথে ‘এমভি আবদুল্লাহ’

জলদস্যুর কবল থেকে মুক্তির পর এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক। ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম ব্যুরো:

সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’ সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দর থেকে রওনা করেছে। বর্তমানে জাহাজটি রয়েছে দুবাইয়ের মিনা সাকার বন্দরে। সেখানে পণ্য বোঝাই শেষে ২৩ নাবিককে নিয়ে আজ রোববার (২৮ এপ্রিল) দেশের উদ্দেশে রওনা দিবে জাহাজটি। 

এর আগে গতকাল শনিবার (২৭ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে ৫৫ হাজার টন কয়লা খালাস শেষ করে এমভি আব্দুল্লাহ।

জাহাজের মালিকপক্ষ জানিয়েছে, কার্গো লোডিং শেষ করে ২৩ নাবিকের সবাই জাহাজযোগেই দেশে ফিরবেন। আজ রওনা দিলে আগামি মে মাসের ২য় সপ্তাহে এমভি আবদুল্লাহ বাংলাদেশে পৌঁছাবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুরা অস্ত্রের মুখে জাহাজ ও ২৩ নাবিককে জিম্মি করে। ৩২ দিন পর মুক্তিপণ দিয়ে ছাড়া পান তারা।

/এমএইচ

Exit mobile version