Site icon Jamuna Television

ফরিদপুরে দুই যুবককে পিটিয়ে হত্যায় জড়িতরা অচিরেই গ্রেফতার হবে: র‍্যাবের মুখপাত্র

ফরিদপুরে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে র‍্যাব। এ ঘটনায় অভিযুক্তদের স্থানীয় প্রশাসন শনাক্ত করেছে বলে জানিয়েছেন র‍্যাবের মিডিয়া উইংয়ের নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। রোববার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, র‍্যাবের ইনটেলিজেন্স উইং বিষয়টি নিয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে র‍্যাব এ ঘটনায় কাজ করছে। অচিরেই এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।

মতবিনিময় সভায় কুকি-চিনের তৎপরতা নির্মূলে র‍্যাব ও যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যৌথ বাহিনী কাজ করছে। র‍্যাব যৌথবাহিনীর অংশ। এটা নিয়ে কিছু গোপনীয়তা রয়েছে অভিযানের স্বার্থে। এতটুকু বলতে পারি, র‍্যাব এক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে।

/এনকে

Exit mobile version