Site icon Jamuna Television

কম্বোডিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ২০ সেনা নিহত

ছবি: এএফপি

কম্বোডিয়ার একটি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের বিস্ফোরণে অন্তত ২০ সেনা নিহত হয়েছে। শনিবারের (২৭ এপ্রিল) বিস্ফোরণে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। জানিয়েছে বার্তা সংস্থা এপি।

দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত নিশ্চিত করেছেন এ তথ্য। নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবর পেয়ে তিনি ‘গভীরভাবে মর্মাহত’ হন। সেনাঘাঁটিটি কম্বোডিয়ার কাম্পং প্রদেশে অবস্থিত।

সামরিক বাহিনী জানায়, বিস্ফোরণে ঘাঁটির অন্তত চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও, ভয়াবহ এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের অন্তত ২৫টি বাড়ি। তবে বিস্ফোরণের কারণ এখনও জানায় যায়নি। এরইমধ্যে নিহত সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

/এএম

Exit mobile version