Site icon Jamuna Television

পটুয়াখালী‌র খালে ভেসে এলো ‌‘টর্পেডো’

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার একটি নদীতে ভেসে এসেছে টর্পেডো সদৃশ বস্তু। এ‌টি উদ্ধারের তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ।

আজ রোববার (২৮ এপ্রিল) বেলা ১২টার দিকে জাহাজমরা সমুদ্র সৈকতের কাছে রাঙ্গাবালীর রামনাবাদ নদীতে বস্তুটি দেখতে পান স্থানীয় শিশু-কিশোররা।

এটিকে চিনতে না পেরে জোয়ারের পানিতে ভাসিয়ে নিয়ে আসে মৌডুবীর কাটাখালী ভাঙার খালের মধ্যে। এরপর স্থানীয়রা টর্পেডো সদৃশ বস্তুটিকে দেখতে জড়ো হন খালপাড়ে। পরে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে এর ছবি ও ভিডিও। টর্পেডো সদৃশ বস্তুটির গায়ে ভারতের পতাকার রঙের ডোরাকাটা দেখে স্থানীয়দের অনেকে ধারণা করছেন, এটি ভারতের। স্থানীয়রা বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

রাঙ্গাবালী থানার ও‌সি হেলাল উ‌দ্দিন জানান, ভেসে আসা বস্তুটি যুদ্ধ জাহাজ ও সমুদ্রের তলদেশে সাবমেরিন ধ্বংসকারী টর্পেডো। এটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের জন্য কোস্টগার্ড ও নৌবাহিনীকে খবর দেয়া হয়েছে। ইতোমধ্যে কোস্টগার্ড ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নৌবাহিনীর সদস্যরা এলে উদ্ধার কার্যক্রম শুরু হবে বলে জানান ও‌সি।

/এএম

Exit mobile version