Site icon Jamuna Television

ডেমরায় কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত শিশু

প্রতিকী ছবি।

রাজধানীর ডেমরায় কুকুরের কামড়ে পাঁচ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) দুপুরে ডেমরার সারুলিয়া এলাকায় নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। আহত শিশুর নাম মাহেনুর আক্তার (৫) 

জানা যায়, ঘরের সামনের সড়কে একা একা খেলছিল শিশু মাহেনূর। এ সময় তিন থেকে চারটি কুকুর আক্রমণ কর শিশুটিকে। কুকুরের কামড়ে শিশুটির মুখ ও চোয়ালসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এরপর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে তাকে বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মহাখালীর সংক্রমক ব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

/আরএইচ 

Exit mobile version