Site icon Jamuna Television

জাপানি মায়ের দেশ ছাড়ার ঘটনায় শুনানি ৯ এপ্রিল

বড় মেয়েকে নিয়ে বাংলাদেশ ছাড়ায় জাপানি মা ডা. এরিকো নাকানোর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন সন্তানদের পিতা ইমরান শরীফ। ওই আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত শুনানি আগামী ৯ মে ধার্য করেছেন আদালত।

সোমবার (২৯ এপ্রিল) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বিভাগ শুনানির এ দিন ধার্য করেন।

এর আগে বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে বাংলাদেশ ত্যাগ করায় আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৫ এপ্রিল আপিল বিভাগের চেম্বার জজ আদালত বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২১ এপ্রিল দিন ধার্য করেন। তবে এরিকোর আইনজীবী জানিয়েছেন ২৯ এপ্রিলের আগেই দেশে ফিরে আসবে জেসমিন মালিকা।

আদালতে ওইদিন বাবা ইমরান শরীফের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। সঙ্গে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার রেশাদ ইমাম।

এটিএম/

Exit mobile version