Site icon Jamuna Television

তীব্র গরমে হিটস্ট্রোকে মারা যাচ্ছে খামারের মুরগি, কমেছে ডিম উৎপাদন

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে গত কয়েকদিন ধরেই বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রিতে উঠানামা করছে। তীব্র গরমে পোলট্রি খামারগুলোয় হিটস্ট্রোকে মারা যাচ্ছে মুরগি। নানা রকম ওষুধ প্রয়োগ করেও ্মুরগি বাঁচানো যাচ্ছে না।

খামারিরা বলছেন, আগে ৩ বেলা পানি স্প্রে করা হলেও এখন খামারে ৪-৫ বার স্প্রে করা হচ্ছে। এতে করে ক্ষতির মুখে পড়ছেন তারা।

এদিকে, গরমের কারণে মুরগির ডিমের উৎপাদনও অর্ধেকে নেমেছে। যে খামারে এতোদিন ৪ হাজার পিস ডিম পাওয়া যেত এখন সেই একই খামারে ২ থেকে আড়াই হাজার পিস ডিম পাওয়া যাচ্ছে। এতে করে ডিমের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছেন ডিম উৎপাদনকারীরা।

তীব্র গরম থেকে খামারের মুরগিকে হিটস্ট্রোক থেকে বাঁচাতে শেড গুলোয় ঠান্ডা পানি স্প্রে করে তাপমাত্রা কমানোর পরামর্শ দিয়েছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা।

এটিএম/

Exit mobile version