Site icon Jamuna Television

আজও কমলো স্বর্ণের দাম

ফাইল ছবি।

টানা ৬ষ্ঠ দফায় দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। আজ সোমবার (২৯ এপ্রিল) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ১৫৫ টাকা কমানো হয়েছে। এতে ভালো মানের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ১১ হাজার ৪৬১ টাকায় দাঁড়িয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিকেল ৪টা থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা তাতে উল্লেখ করা হয়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে নতুন করে মূল্য নির্ধারণের কথা জানানো হয় বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯১ হাজার ২০১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৮৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গতকাল ২৮ এপ্রিল এবং এর আগে ২৭ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৪ এপ্রিল ও ২৩ এপ্রিল পাঁচ দফা স্বর্ণের দাম কমানো হয়। এ নিয়ে সাত দিনে ছয় দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৯৬৭ টাকা কমলো।

/এমএন

Exit mobile version