Site icon Jamuna Television

স্কুটি চালিয়ে জনসংযোগে স্মৃতি ইরানি

স্কুটি চালিয়ে জনসংযোগে করেছেন ভারতের নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি। সামাজিকমাধ্যমে ভাইরাল ভারতের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রীর ব্যতিক্রমী এই জনসংযোগ কৌশল। সোমবার (২৯ এপ্রিল) এমনটা জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

উত্তর প্রদেশের আমেথি থেকে বিজেপির টিকিটে ভোটে লড়ছেন তিনি। সেখানেই স্কুটি চালিয়ে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করেন তিনি। কোথাও কোথাও স্কুটি থামিয়ে ভক্তদের সাথে তোলেন ‘সেলফি’ও। এসময় এলাকার বিজেপি কর্মীদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি। পর্যালোচনা করেন নির্বাচনী এলাকার পরিস্থিতি।

চলতি নির্বাচনে আমেথি ভোট অনুষ্ঠিত হবে আগামী ২০ মে। ২০১৯ সালে রাহুল গান্ধীকে হারিয়ে এই আসনে জিতেছিলেন স্মৃতি ইরানি।

/এএম

Exit mobile version