Site icon Jamuna Television

সঙ্গী খুঁজে পেতে বিলবোর্ডে বিজ্ঞাপন

নাম আল গিলবার্টি। বয়স ৭০ বছর। আগে বিয়ে করেছিলেন। রয়েছে একটি সন্তানও। তবে ২০১৫ সাল থেকে ‘সিঙ্গেল’ তিনি। তাই একাকী নিঃসঙ্গ জীবন কাটাতে কাটাতে ত্যক্ত-বিরক্ত তিনি। তাই অভিনব এই উপায় বের করেছেন গিলবার্টি। দিয়েছেন বড় বিলবোর্ডে বিজ্ঞাপন। যাতে সপ্তাহে খরচ ৪শ’ ডলার। উদ্দেশ্য একটাই! যেকোন উপায়ে সঙ্গী পেতেই হবে। সোমবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিলবোর্ডটি যুক্তরাষ্ট্রের টেক্সাসে রয়েছে। ইতোমধ্যে বিজ্ঞাপন দিয়ে বেশ সাড়া পাচ্ছেন গিলবার্টি। দুই সপ্তাহে, ৪শ’ টির বেশি ফোনকল পেয়েছেন। এ ছাড়াও ৫০টি ই-মেইল পেয়েছেন তিনি।

প্রায় ২০ ফুটের বিলবোর্ডটিতে গিলবার্টির হাসিমুখের একটি ছবি আছে। সাথে লেখা আছে কিছু বার্তা। লেখা রয়েছে, গিলবার্টি একজন একাকী পুরুষ। অন্যত্র যেতেও রাজিও তিনি। শুধু দরকার বিয়ের জন্য একজন নারীর!

/এআই

Exit mobile version