Site icon Jamuna Television

বিশ্বের দীর্ঘতম রেল টানেল

ট্রেন ছুটবে আল্পস পর্বতের নীচ দিয়ে! আশ্চর্যজনক কিন্তু সত্যি। ভূ-পৃষ্ঠ থেকে ২.৩ কিলোমিটার গভীরে তৈরি হয়েছে এমন টানেল, যা দিয়ে সুইজারল্যান্ড থেকে ইতালি যাওয়া যাবে। মূলত, এই রেল সুড়ঙ্গটি তৈরি করতে সময় লেগেছে ১৭ বছর। টানেলটির নাম গথার্ড বেজ টানেল। এক প্রতিবেদনে ব্রিটানিকা এ তথ্য জানায়।

১৯৪৭ সালে, গদার্ড পাসের নীচ দিয়ে রেল টানেল তৈরির প্রাথমিক ডিজাইনটি তৈরি করেছিলেন স্যুইস ইঞ্জিনিয়ার কার্ল এডুয়ার্ড গ্রুনার। তবে দীর্ঘদিন সেই প্রকল্পের কাজই শুরু হয়নি।

অবশেষে ১৯৯৯ সালে, শুরু হয় টানেল তৈরির কাজ। ১৭ বছর কাজ চলার পর, ২০১৬ সালে উদ্বোধন করা হয় বিশ্বের দীর্ঘতম এই রেল টানেলের। সুরঙ্গটি ৫৭ কিমি লম্বা। এই টানেল তৈরিতে খরচ পড়েছে ১২ বিলিয়ন ডলার। এই টানেল দিয়ে জুরিখ থেকে মিলান যেতে সময় লাগবে ২ ঘণ্টা ৪০ মিনিট।

/এআই

Exit mobile version