Site icon Jamuna Television

‘বাস মালিকদের সুবিধা দিতেই রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত’

ফাইল ছবি।

বাস মালিকদের বিশেষ সুবিধা দিতেই রেলে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, রেলের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতি বন্ধ না করে, ভাড়া বাড়িয়ে রেলের লোকসান কমানো সম্ভব নয়। এমন সিদ্ধান্ত আকাশ কুসুম কল্পনা বলেও মন্তব্য করেন তিনি। এর আগেও কয়েক দফায় ভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু রেলের লোকসান কমানো যায়নি।

তিনি আরও বলেন, রেলওয়ে বড় বড় প্রকল্প নিয়ে ব্যস্ত। যাত্রীদের সেবার দিকে তাদের কোনো মনোযোগ নেই। অল্প যাত্রী পরিবহন করে বেশী মুনাফার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তিনি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারেও দাবি জানান।

/আরএইচ

Exit mobile version