Site icon Jamuna Television

গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশ: আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়

চলমান তাপপ্রবাহে প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। ফলে আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধই থাকছে এসব শিক্ষা প্রতিষ্ঠান।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে গতকাল সোমবার (২৯ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রসঙ্গত, সোমবার চলমান তাপপ্রবাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ১৮ জনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পাঠদান বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন।

তবে ক্লাসরুম শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় ও লেভেল, এ লেভেল পরীক্ষা পদ্ধতির পাঠদানকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হাইকোর্টের আদেশমুক্ত থাকবে। এছাড়া, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা আছে তারা চাইলে পাঠদান চালু রাখতে পারবে মত দেন আদালত।

/আরএইচ

Exit mobile version