Site icon Jamuna Television

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ‘চুপ’ করানোর জন্য সিরিঞ্জ ব্যবহার শিক্ষকের

কুয়েতে একটি স্কুলের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ‘চুপ’ করানোর জন্য হাতিয়ার হিসাবে সিরিঞ্জ ব্যবহার করায় জিজ্ঞাসাবাদের জন্য একজন প্রবাসী শিক্ষককে ২১ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে কুয়েতি আদালত। এক প্রতিবেদনে গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত নারী শিক্ষক একজন সিরীয় নাগরিক। কুয়েতের একটি বেসরকারি স্কুলে শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার জন্য সিরিঞ্জ ব্যবহার করার অভিযোগে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কুয়েতের সংবাদপত্র আল কাবাস একটি প্রসিকিউশন সূত্রের বরাত দিয়ে জানায়, অভিযুক্ত শিক্ষক ইচ্ছাকৃতভাবে দুই ছাত্রকে শ্রেণিকক্ষের ভিতরে চুপ থাকতে বাধ্য করার জন্য সিরিঞ্জ দিয়েছিল। মূলত, এরই ভিত্তিতে, প্রসিকিউশন তাকে রিমান্ডে রাখার এবং কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করার সিদ্ধান্ত জারি করেছে।

/এআই

Exit mobile version