Site icon Jamuna Television

বেনাপোল সীমান্তে ৫ কেজি সোনাসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারকালে বেনাপোল’র বারোপোতা সীমান্ত থেকে ৫ কেজি (৪০পিচ) সোনার বারসহ সজিব হোসেন (২২) নামে এক স্বর্ণ চোরাচালানীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আটক সজিব হোসেন যশোরের শার্শা উপজেলার বাগআচড়া সাতমাইল এলাকার রেজাউল হোসেনের ছেলে।

শুক্রবার সকাল ৯টায় মোটর সাইকেলযোগে সোনাগুলো বিশেষ কায়দায় দেহে ফিটিং অবস্থায় ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা মোটর সাইকেল ও সোনাসহ তাকে আটক করে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল হক জানান, বেনাপোল’র বারোপোতা সীমান্ত দিয়ে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বারোপোতা সীমান্তে অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষভাবে ফিটিং অবস্থায় ৪০ টি সোনার বার জব্দ করা হয়। এসময় তার মোটর সাইকেলটিও জব্দ করা হয়।

আটক সোনার মূল্য আড়াই কোটি টাকা বলে বিজিবি জানায়। সোনাসহ আটক সজিব হোসেনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

Exit mobile version