Site icon Jamuna Television

শ্রম আইনে মালিকের স্বার্থ প্রাধান্য পেয়েছে: রিজভী

দ্রব্যমূল্যের চাপে শ্রমিকরা দুর্বিষহ জীবনযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বললেন, অগণতান্ত্রিক শ্রম আইনে প্রাধান্য দেয়া হয়েছে মালিকের স্বার্থ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে চাপ পড়েছে কলকারখানায়, এতে একে একে বন্ধ হচ্ছে সেগুলো। ফলে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা।

বিএনপির এ নেতা জানিয়েছেন, মহান মে দিবস উপলক্ষ্যে আগামীকাল বুধবার বিকেল তিনটায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে তার দল। সমাবেশ শেষে শ্রমিক র‍্যালি পল্টন থেকে প্রেসক্লাবে গিয়ে শেষ হবে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন।

/এমএন

Exit mobile version