Site icon Jamuna Television

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে

আজ দেশের দক্ষিণাঞ্চলের জেলা যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ৪৩ দশিমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি সৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা এবং ১৯৮৯ সালের পর জেলায় সর্বোচ্চ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) আবহাওয়া অধিদফতর থেকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রা ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ।

৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করে আবহাওয়া অধিদফতর।

এটিএম/

Exit mobile version