Site icon Jamuna Television

ধরা পড়লে ব্লেড দিয়ে নিজের শরীরে আঘাত করতো ছিনতাইকারী

রাজধানীর তেজগাঁওয়ের তালিকাভুক্ত ছিনতাইকারী হৃদয় মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩০ এপ্রিল) রাতে তেজগাঁও থানার সোঁনারগাও ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হৃদয় মিয়া দূরপাল্লার বাসের জানালার পাশে বসা যাত্রীদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে পালিয়ে যেতেন। যেহেতু মোবাইল, ব্যাগ ছিনিয়ে নিলেও দূরপাল্লার বাসগুলো থামে কম কিংবা যাত্রীরাও তুলনামূলক নামে কম, তাই এসব যাত্রীদের টার্গেট করেন তিনি।

পুলিশ জানায়, ছিনতাই করতে গিয়ে ধরা পড়লে নিজের বুকে, পেটে ব্লেড দিয়ে আঘাত করতে থাকেন হৃদয় মিয়া। এরপরও কেউ ধরতে চাইলে তার গায়ে মল ছুড়ে মারতো। এমনকি থানা হাজতে আনলে সেখানেও মলত্যাগ করে দেন।

এই ছিনতাইকারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

/এমএন

Exit mobile version