Site icon Jamuna Television

পেসারদের দাপটে চালকের আসনে টাইগাররা

হোয়াইট ওয়াশের লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের সংগ্রহ চার ওভারে দুই উইকেটে ৬ রান। উইকেট দুইটি নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও আবু হায়দার রনি।

এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশে। আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া ফজলে রাব্বির জায়গায় খেলছেন সৌম্য সরকার। বিশ্রাম দেয়া হয়েছে স্পিনার মেহেদী মিরাজ আর মোস্তাফিজুর রহমানকে। তাদের জায়গায় খেলছেন অভিষিক্ত অলরাউন্ডার আরিফুল হক আর পেইসার আবু হায়দার রনি। অন্য দিকে, দুই পরিবর্তন নিয়ে খেলছে জিম্বাবুয়ে।

Exit mobile version