Site icon Jamuna Television

শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল লড়াইয়ে বায়ার্ন-রিয়ালের ড্র

সেমিফাইনাল ম্যাচটিকে ঘিরে তৈরি হয়েছিল উত্তাপ-উত্তেজনা। ইউরোপের সফলতম দুই দলের লড়াই দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলো ফুটবল বিশ্ব। ম্যাচে অবশ্য শেষ পর্যন্ত জেতেনি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের কেউই। আলিয়েঞ্জ অ্যারেনা স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে।

রাতে ম্যাচের শুরুতেই স্বাগতিক বায়ার্নের জালে ২৪ মিনিটে রিয়ালের হয়ে গোল করেন ভিনিসিয়াসের। বিরতির পর ম্যাচ যখন রিয়ালের নিয়ন্ত্রণে, ঠিক তখনই চার মিনিটের মধ্যে দুই গোল করে বায়ার্নকে এগিয়ে দেন লেরয় সানে ও হ্যারি কেইন।

এরপর বায়ার্ন যখন জয় নিয়ে ম্যাচ শেষ করার অপেক্ষায়, তখনই ফের পাল্টা আঘাত হানে রিয়াল। পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস। এ সমতাতেই শেষ হয়েছে প্রথম লেগের লড়াই।

/এআই

Exit mobile version