Site icon Jamuna Television

মিরপুরের পূরবী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় নিহত চার বছরের শিশুসহ এক নারী

রাজধানীর মিরপুর এলাকার পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় চার বছরের এক শিশুসহ এক নারী নিহত হয়েছেন। তারা সম্পর্কে ফুফু-ভাতিজা। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার অপারেশন অফিসার আমিনুল ইসলাম জানিয়েছেন, রাস্তা পার হওয়ার সময় বসুমতি পরিবহনের একটি বাস চাপা দিলে গুরুতর আহত হন তারা।

প্রথমে দু’জনকে কাছাকাছি এটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাস চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। জব্দ করা হয়েছে গাড়িটি। তবে পালিয়েছে হেলপার। এ ঘটনায় এখনও কোনো মামলার সিদ্ধান্ত হয়নি।

/এআই

Exit mobile version