
দখলকৃত জেরুজালেমে এক ব্যক্তির ছুরিকাঘাতে ইসরায়েলের এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই কথিত হামলাকারী।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশটির ওল্ড সিটিতে হয় এ ঘটনা। হামলাকারী ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। এক বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের পূর্বাঞ্চলে দায়িত্ব পালন করছিলেন বর্ডার পুলিশের ওই কর্মকর্তা। এ সময়, তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দুর্বৃত্ত।
ঘটনাস্থলে দায়িত্বরত আরেক কর্মকর্তা গুলি চালায় হামলাকারীকে লক্ষ্য করে। মৃত্যু হয় ৩৪ বছর বয়সী তুর্কি নাগরিকের। ফিলিস্তিনিদের পবিত্র ভূমি হিসেবে বিবেচিত জেরুজালেমে মাঝে মাঝেই পুলিশের সাথে সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের। হামাসের ৭ অক্টোবরের অভিযানের পর থেকেই সতর্ক অবস্থানে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এটিএম/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply