Site icon Jamuna Television

গাজীপুরে ট্রাকচাপায় প্রকৌশলী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট গাজীপুর: 

গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রাকচাপায় শাহাদাত হোসেন মুন্না (২৭) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। বুধবার (১ মে) সকাল ৭টার দিকে পূবাইল থানা এলাকার মীরের বাজার চৌরাস্তার কামারগাঁও ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন মুন্না ময়মনসিংহ জেলার নান্দইল থানার রামগাতি খালপাড় গ্রামের তোফাজ্জল হোসেন এর ছেলে। বর্তমানে তিনি মিরপুর-১ লালকুটি তৃতীয় কলোনিতে থাকতেন।

স্থানীয়রা জানান, মুন্না রোড ও ফ্লাইওভার প্রজেক্টের ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তিনি সকালে মোটরসাইকেলযোগে উলুখোলা হইতে ভোগরা বাইপাসের দিক যাচ্ছিলেন। এসময় উল্টো দিক থেকে আসা মাল বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলসহ তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তবে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পূবাইল থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/এমএইচ

Exit mobile version