Site icon Jamuna Television

জামালপুরে ধর্মমন্ত্রীর আইফোন চুরি!

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। ফাইল ছবি

জামালপুর করেসপন্ডেন্ট:

জামালপুরের ইসলামপুরে সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের সহধর্মিণীর জানাজায় অংশ নিতে গিয়ে আইফোন খুইয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে ইসলামপুর থানার শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

বুধবার (১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রী হাসনা মোশারফের জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। নামাজের আগ মুহূর্তে তার ব্যবহৃত অ্যাপল ব্র্যান্ডের ফিফটিন প্রো ম্যাক্স মোবাইলের এয়ারপ্লেন মোড অন করে কোনো এক ব্যক্তির হাতে দেন। কিন্তু নামাজের পর সেই ব্যক্তি আর মোবাইল ফোনটি ফেরত দেননি। কার কাছে মোবাইল দিয়েছেন সেটাও মনে নেই মন্ত্রীর।

ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, আইফোনটি হারানোর বিষয়ে ইসলামপুর থানায় একটি জিডি করা হয়েছে। ফোনটি উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান তিনি।

/এএম

Exit mobile version