Site icon Jamuna Television

বিকল্পধারায় যোগ দিলেন সাবেক বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী

বিকল্প ধারায় যোগ দিয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। আজ শুক্রবার বিকাল সোয়া চারটার দিকে তারা বি. চৌধুরীর হাতে ফুল দিয়ে দলে যোগ দেন।

এসময় সাবেক মন্ত্রী (এরশাদ সরকার) নাজিম উদ্দিন অাল অাজাদও দলটিতে যোগদান করেন।

এর আগে বিকল্প ধারার অঙ্গ সংগঠন বিকল্প যুবধারার বিশেষ কাউন্সিলে যোগ দেন এই দুই নেতা। পরে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী তাদের অামন্ত্রণ জানিয়ে মঞ্চে নিয়ে আসেন।

কাউন্সিলে আরও উপস্থিত ছিলেন- সদ্য ২০ দলীয় জোট ত্যাগ করা বাংলাদেশ নাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া এবং এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা।

মাহী বি. চৌধুরী তার বক্তব্যে জাতীয়তাবাদী সকল শক্তিকে বিকল্পধারায় যোগ দেয়ার অাহ্বান জানান।

২০১৫ সালে বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন শমসের মবিন চৌধুরী। তখন তিনি শারিরীক অসুস্থতার কারণে রাজনীতি থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন।

Exit mobile version