Site icon Jamuna Television

রোনালদোর জোড়া গোলে কিংস কাপের ফাইনালে আল নাসর

ছবি: সংগৃহীত

শেষবার চার বছর আগে কিংস কাপের ফাইনালে খেলেছিল আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ফাইনালে ওঠার খরা কাটালো সৌদির ক্লাবটি। কিংস কাপের সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে রোনালদোর দল।

বুধবার (১ মে) রিয়াদে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ১৭ মিনিটে দলকে এগিয়ে দেন রোনালদো। সতীর্থের ব্যাকপাস পেয়ে ক্লিয়ার করতে তাড়াহুড়ায় শট নেন আল খালিজের গোলরক্ষক, বল আল নাসরের একজনের পায়ে লেগে চলে যায় বক্সের কোনায়, ছুটে গিয়ে লক্ষ্যের দিকে না তাকিয়েই শট নেন পর্তুগিজ তারকা। বল উড়ে গিয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।

রোনালদোর দারুণ গোলে লিড নেয়ার পর পেনাল্টি স্পট থেকে ম্যাচের ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রোনালদোরা।

এরপর দ্বিতীয়ার্ধেও শুরুটা দুর্দান্ত হয় আল নাসরের। ৫৭তম মিনিটে সতীর্থের ফ্লিকে বল গোলমুখে পেয়ে শট নেন রোনালদো। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল পেয়ে যান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার, এবার আর কোনো ভুল করেননি তিনি। সহজ জয়ের পথে এগিয়ে যায় তারা।

শেষ দিকে ম্যাচের ৮২তম মিনিটে ফাওয়াজ আল-তোরাইসের গোল কেবল পরাজয়ের ব্যবধানই কমায় আল খালিজের। তাতেই শেষ পর্যন্ত আল নাসর জয় পায় ৩-১ গোলের ব্যবধানে।

এই প্রতিযোগিতায় আল নাস্‌র তাদের ছয় শিরোপার সবশেষটি জিতেছিল ১৯৮৯-৯০ মৌসুমে। সবশেষ ফাইনাল খেলেছিল তারা ২০১৯-২০ মৌসুমে; সেবার তারা হেরেছিল আল হিলালের বিপক্ষে। আল নাস্‌রের জন্য এবারের ফাইনাল তাই প্রতিশোধের উপলক্ষও।

/আরআইএম

Exit mobile version