Site icon Jamuna Television

ড. কামাল চুক্তি ভঙ্গ করেছেন, এটা ভদ্রমানুষের কাছে অাশা করা যায় না: বি. চৌধুরী

বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ড. কামাল চুক্তি ভঙ্গ করেছেন, এটা ভদ্রমানুষের কাছে অাশা করা যায় না।

আজ বিকালে রাজধানীতে বিকল্প যুবধারার বিশেষ কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্প্রতি বিরোধী রাজনৈতিক কয়েকটি দলের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিকল্পধারাকে বাদ দেয়া হয়। ড. কামাল হোসেনের নেতৃত্বে ওই জোটে নানা বিষয়ে মতানৈক্যের কারণে বি. চৌধুরীর দলকে বাদ দেন জোটের নেতারা।

সেদিকে ইঙ্গিত করেই বিকল্পধারা প্রেসিডেন্ট আরও বলেন, ষড়যন্ত্রকারীদের সাথে কোন চুক্তি হবে না।

আজকের কাউন্সিলেই বিকল্পধারায় যোগ দেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। এছাড়া এরশাদ সরকারের সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন অাল অাজাদও দলটিতে যোগদান করেছেন।

Exit mobile version